আগৈলঝাড়ায় সেনা সদস্য কর্তৃক এক গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

নিহত গৃহবধূর পিতা উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মুনসুর সরদারের দেয়া অভিযোগে জানা গেছে, তার কন্যা পপির সাথে আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের কেরামত আলী পাটোয়ারীর ছেলে সেনা সদস্য (সিভিল) মিজান পাটোয়ারীর সাথে ৩ বছর পূর্বে নগদ ১লাখ টাকা ও স্বর্ণালংকার দিয়ে  বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে পপির স্বামী মিজান ও তার পরিবারের লোকজন পপির সাথে দুর্ব্যবহার ও যৌতুক দাবী করে আসছিল। যৌতুকের দাবী মিটাতে পপির পরিবার অস্বীকার করায় পপির উপর নির্যাতন চালাত স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন। নির্যাতনের ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে পপিকে মারধর করলে সে অসুস্থ হয়ে পরে। অসুস্থ অবস্থায় পপিকে গৌরনদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পপির মৃত্যুর পর তার স্বামী সেনা সদস্য কর্মস্থল ঢাকায় চলে যায়।

পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনের প্রকৃয়া করলে পপির বাবার  বাধার মুখে লাশ পোস্ট মর্টেম করা হয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা করা হয়েছে (যান নং ২২ (২১/০৯/২০১০)। নিহত পপির পরিবারের দাবী স্বামী ও শ্বশুর পরিবারের নির্যাতনের কারনেই পপির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে নিহত পপির পরিবার থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।