বিনামূল্যে সহস্রাধিক গবাদি পশুকে এ্যানথাক্স প্রতিরোধক ভ্যাকসিন প্রদান

গতকাল সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে খান এ্যান্ড সন্স অফিস সংলগ্ন স্থানে বিনামূল্যে সহস্রাধিক গবাদিপশু এনথ্র্যাক্স রোগ প্রতিরোধে ভ্যাকসিন দেয়া হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)-র উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র আর্থিক সহায়তায় বিনামূল্যে রোগ প্রতিরোধক ভ্যাকসিন প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিডিএস-র উপ-নির্বাহী পরিচালক জেমস পি. বিশ্বাস। সভায় এনথ্র্যাক্স রোগ প্রতিরোধের উপর বক্তব্য রাখেন বিডিএস-র আঞ্চলিক সমন্বয়কারী মো. মাহাবুব হোসেন, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সুশীল সমাজ প্রতিনিধি ফারুক বক্তিয়ার, আগৈলঝাড়া এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহ-প্রাণী সম্পদ কর্মকর্তা নরেন্দ্রনাথ সরকার, কোটালীপাড়া এরিয়া ম্যানেজার বিডিএস, উজিরপুর এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।