মুঈনকে বাঁচাতে সাহায্যের আবেদন

করা আর সম্ভব হচ্ছেনা। বরিশাল সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত, সার্জারী বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম মানিক, ডা. আবদুল হামিদ শেখ, পিজি’র ডা. শফিউর রহমানসহ স্থানীয় মেডিকেলের চিকিৎসকরা তার চিকিৎসার পরেও সফলতা আসেনি। ১ বছরের চিকিৎসাকালীন সময় সহায় সম্বল বিক্রি ও ঋণগ্রস্থ হয়ে পরেছে তার পিতা। মুঈনের আরো উন্নত চিকিৎসার প্রয়োজন।

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারার ফলে ধীরে ধীরে অসহায় পরিবারটির সামনেই অন্ধের যষ্ঠি পুত্রসন্তানটি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। চিকিৎসার অভাবে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলা শিশুটির বাবা উপজেলা সদরের চা বিক্রেতা টেমার গ্রামের সালাম মিয়া নিজের আত্মসম্মান ভুলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সরকার ও সমাজের বিত্তবান মহানুভব ব্যক্তিবর্গের কাছে। মুঈন প্রায় ১ বছর যাবৎ পাকস্থলীর সমস্যাসহ নানা জটিলতায় ভুগছে। সাহায্য পাঠাবার ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং- ৯১০০, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, বরিশাল। যোগাযোগ- সালাম মিয়া, ০১৭৩৫৬০৪০০৪।