সাবেক সভাপতির দাবি তিনি এখনো সভাপতি

এখনও সভাপতি বলে দাবী করেন। সভাপতির মন্তব্যকে ত্যাগী নেতা কর্মীরা হাস্যকর বলে মন্তব্য করলেন। উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজেকে অপরাধী মনে করে গাঢাকা দিয়েছিলেন সে আজ নিজেকে সভাপতি বলে দাবী করাটাই অবঞ্চনীয় কিছুই মনে করেনা নেতা কর্মীরা। ওই নেতা কর্মীরা এ প্রতিনিধিকে আরোও জানান দীর্ঘ দিন যাবৎ দলের সাংগঠনিক কর্মকান্ডে না আসার কারনেই প্রকৃত মাঠে থাকা নেতা কর্মীদের সমন্বয়ে বরিশাল উত্তর জেলা যুবদলের কমিটি সঠিক চিন্তা করেই একটি আহ্বায়ক কমিটি গঠন করে আগৈলঝাড়া উপজেলার নেতা কর্মীদের কাছে তালিকা পাঠান, তাতে জেলা যুবদল কমিটির সভাপতি ও সম্পাদকের যৌথস্বাক্ষর রয়েছে।

আহ্বায়ক কমিটিকে দীর্ঘ দিন পরে মানতে রাজি না হয়ে নিজেকে আবারও সভাপতি বলে দাবী করছেন সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভূইয়া। সভাপতি দাবী করেও আবার জেলায় নিজেকে আহ্বায়ক করে পূনঃরায় কমিটি ঘোষণার জন্য একটি কাগজ পাঠিয়েছেন বলে একটি সূত্রে জানাযায়। ওই কাগজের দীর্ঘ দিন যাবৎ সৎ উত্তর না পাওয়ায় আলী হোসেন স্বপন ভূইয়া নিজেকে এখন আবার উপজেলা যুবদলের সভাপতি দাবী করেন। এ নিয়ে চিন্তিত নয় আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ডের নেতা কর্মীরা। দলের সু-দিন আসলেই শুরু হয় বসন্তের কোকিলদের আনাগোনা, এটা স্বাভাবিক বলে মনেকরেন নেতা কর্মীরা।