আহ্বায়ক কমিটি না মূল কমিটি ?

চরম উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের কাছে এমন প্রশ্নের জন্ম দিয়েছেন আগৈলঝাড়া যুবদলের নেতৃবৃন্দ। দলীয়সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ফিরোজকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গত ২৪ সেপ্টেম্বর পূর্ব সুজনকাঠি মজিদবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর আলী হোসেন ভূঁইয়া স্বপন যুবদলের উপজেলা সভাপতি দাবি করে এক প্রতিবাদ সভায় কমিটি বিলুপ্তি ঘোষণাকে অগণতান্ত্রিক এবং উক্ত কমিটিকে ভূয়া কমিটি আখ্যায়িত করা হয়। এতে উপজেলা এবং ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পরেছে। তাদের মধ্যে এখন ‘শ্যাম রাখি না কূল রাখি’ অবস্থার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার গুটিকতক যুবদল নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতা কবির তালুকদারের বাড়িতে আলী হোসেন ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে এক ঘরোয়া সভা করেছেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আঃ লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক আফজাল সিকদার, যুবদল নেতা আহসান জামিল, মহিলা নেত্রী নেহার বেগম। সভায় বক্তারা ফিরোজের আহ্বায়ক কমিটিকে ভূয়া ও অবৈধ বলে আখ্যায়িত করে নিজেদের বৈধ বলে দাবি করেন। যুবদলের কার্যক্রমকে ঘিরে তৃণমূল ও উপজেলা নেতৃবৃন্দ দু’ভাগে বিভক্ত হয়ে পরেছে।