৬ বছরের শিশু অন্তু এখন কম্পিউটারে পারদর্শী

পুতুল কিংবা অন্যকোন  খেলার ছলে থাকতে ভালবাসে আর সে বয়সে অন্তুর কম্পিউটারের মাউসে হাত। অন্তুর  বাবা তরুন সরকার উপজেলা সদরে ১ যুগ পূর্বে প্রথম কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র (সরকার কম্পিউটার)চালু করেন। অন্তু মুখে বুলি আওরানের সাথে সাথে বাবার কম্পিউটার রুমে এসে হাত লাগাতে থাকে। মাত্র ৬ বছরের ব্যাবধানে এই শিশু এম.এস.ওয়ার্ড, গেমস চালাতে পারদর্শী। এই শিশুর যোগ্যতা দেখে অনেকেই তাদের শিশুদের কম্পিউটার শিক্ষার দিকে ঝুকে পরছেন।
অন্তু সরকার
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে কম্পিউটার শিক্ষায় সরকার প্রাধান্য দিয়েছে সর্বাধিক। প্রতিটি শিশু এভাবে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হলে ডিজিটাল বাংলাদেশ গড়ায় আরো একধাপ এগিয়ে যাবে।