গৌরনদীতে গণনাটক ‘গরীবের আর্তনাদ’ মঞ্চস্থ্য

বিকেলে বরিশালের গৌরনদীতে মঞ্চস্থ্য হয়েছে। উপজেলার পিঙ্গলাকাঠী প্রগতি গণনাটক দলের শিল্পীদের পরিবেশনায় বাটাজোর রাবেয়া ফজলে করীম মহিলা মহাবিদ্যালয়ের মিলনায়তন ভর্তি অর্ধিকাংশ দর্শক গরীবের আর্তনাদ নাটক দেখে কেঁদে ফেলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন প্রচেষ্টা, বিএনডিএন ও আভাস’র আয়োজনে এবং প্রগতির আর্থিক সহযোগীতায় ‘জাতীয় বাজেটে নাগরিক অংশগ্রহন চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটকের আয়োজন করা হয়।

“এমন বাজেট করতে হবে-জনগনের বুঝতে হবে”-শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় নাগরিক সংলাপ অনুষ্ঠানে বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এইচ.এম শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বিএনডিএন’র প্রকল্প কর্মকর্তা সুকুমার মিত্র, এডভোকেসি কর্মকর্তা আতিক হাসান, মুক্তিযোদ্ধা প্রভাষক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন প্রফেসর কে.এম শামসুল ইসলাম, প্রভাষক আনন্দ লাল বাড়ৈ, চন্দ্রদ্বিপ সাহিত্য সমাজের সম্পাদক কবি সিকদার রেজাউল করিম প্রমুখ। দিনভরের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উন্নয়ন প্রচেষ্টার সদস্য শারমিন কবীর বিথী। সংলাপ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক মঞ্চস্থ্য করা হয়।