গৌরনদীতে সন্ত্রাসী হামলায় ৪ মহিলা আহত

হয়েছেন ৪ গৃহবধূ। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটায় বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামে।

আহত আলমগীর পাইকের স্ত্রী মাসুদা বেগম জানান, হরিসেনা গ্রামের তাদের ১ একর ৯৮ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের হায়দার আলী খলিফা গংদের সাথে বিরোধ চলে আসছিলো। বর্তমানে বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে হায়দার খলিফা ৭/৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তির গাছ কাটতে যায়। এসময় গাছ কাটতে তাদের বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ মাসুদা বেগম (৩৫), সালেহা বেগম (৪৫), আসমা বেগম (২৩) ও আন্নি বেগমকে (২৫)। গুরুতর অবস্থায় তাদের স্থানীয়রা গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাড়াটিয়া সন্ত্রাসীদের নেয়ার কথা অস্বীকার করে হায়দার আলী খলিফা বলেন, আমার সম্পত্তির ওপরের গাছ কাটতে গেলে অবৈধভাবে প্রতিপক্ষের মহিলারা বাঁধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটেছে।