বরিশালের সাংসদ মনির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশাল-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মনিরুল ইসলাম মনি-এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়াসহ বিচারের দাবি জানিয়ে গতকাল শনিবার দুপুরে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

দলীয় সূত্রমতে, সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসলাম মনি’র নিজ নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলার প্রায় চার শতাধিক নেতা-কর্মী গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে সাংসদের বিচারের দাবিতে তার গ্রামের বাড়ি আগৈলঝাড়ার সেরালে আসেন।

আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, বানারীপাড়া পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান আওলাদ হোসেন ছানা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ আমিনুল ইসলাম জাকির, উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক জাকির সরদার, ফারুক বেপারী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাহাদ আহমেদ ননী, যুগ্ন আহ্বায়ক মুনতাকিম লস্কর কায়েস, সুমন রায়, সাইদুর রহমান রাসেল।

এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসলাম মনি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পরস্পর বিরোধী বক্তব্যে সর্বপ্রথম দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংগঠন থাকলে আপনারা শক্তিশালী হবেন, সংগঠন আপনাদের মূল্যায়ন করবে। তাই সবার আগে দলকে শক্তিশালী করুন। সাংগঠনিক ভাবেই সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের পরস্পর বিরোধী সমস্যার সমাধান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।