আর্কাইভ
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরন বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে দু’দিনব্যাপী অধিকার ভিত্তিক
কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)’র উদ্যোগে সংস্থার আগৈলঝাড়ার কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিপিইউএস’র নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ, ৩ টি হুইল চেয়ার ও আয়বর্ধকখাতে তিনটি ভ্যান বিতরন করা হয়।