বখাটেদের হুমকির মুখে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ষষ্ট শ্রেনীর এক ছাত্রী

কারনে গতকাল মঙ্গলবার থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী।

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বদরুজ্জামান খান সবুজ জানান, স্থানীয় পালপাড়ার মৃত স্বপন সাহার কন্যা ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্রী রিত্তি সাহাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো সুন্দরদী গ্রামের ইদ্রিস মোল্লার পুত্র সুমন মোল্লা। গত সোমবার স্কুল ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথিমধ্যে টরকী পোষ্ট অফিসের সম্মুখে বসে কৌশলে ক্যামেরা মোবাইলে ছবি তুলে বখাটে সুমন মোল্লা। এ সময় স্কুল ছাত্রী ছবি তুলতে বাঁধা দিলে তাকে নানাধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি স্কুল ছাত্রী প্রধান শিক্ষক বজ্রনাথ বিশ্বাস ও ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন হাওলাদারের কাছে অভিযোগ করে। ম্যানেজিং কমিটির লোকজন বখাটে সুমনকে স্কুলে ডেকে এনে ক্যামেরা মোবাইল থেকে ছবি মুছে ফেলে শ্বাসিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে সুমন তার ৭/৮ জন সহযোগী নিয়ে ওইদিন রাত আটটার দিকে টরকী বন্দরে মহরা দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে গালিগালাজ করে স্কুল ছাত্রীর বাড়িতে যায়। সেখানে বখাটেরা স্কুল ছাত্রীসহ তার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। নামপ্রকাশ না করার শর্তে স্কুল ছাত্রীর মা জানান, হুমকির মুখে গতকাল মঙ্গলবার থেকে তার কন্যাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি এইচ.এম জয়নাল জানান, এ বিষয়ে ওইদিন রাতেই গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসিকে অবহিত করা হয়েছে। গৌরনদী থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানান, মৌখিক ভাবে অভিযোগ পেয়ে ওই রাতেই এএসআই নুরুল ইসলাম বাদলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এএসআই নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটেদের গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। বখাটেদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।