ডাক্তারের ভুল চিকিৎসায় আগৈলঝাড়া থানার ওসি’র পুত্রের অকাল মৃত্যু ॥ আইনজীবি হবার স্বপ্ন পূরণ হলনা অলোকের

তাইতো তাকে ঢাকার ’ল কলেজে ভর্তি করা হয়েছিলো। কয়েকদিন পরেই অলোকের এলএলবি ফাইনাল পরীক্ষা। এরইমধ্যে গত ২ অক্টোবর (অলোক) পেটের পীড়ায় আক্রান্ত হয়। ৩ অক্টোবর তাকে ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৪ অক্টোবর সকালে হাসপাতালের কর্মরত চিকিসৎক অলোকের শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এতে অলোক আরো অসুস্থ্য হয়ে পড়ে। ওইদিন রাতেই তড়িঘরি করে পেটের পীড়ার কারনে অলোকের অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পরে সে (অলোক) আরো অসুস্থ্য হয়ে পড়ে। ডাক্তারের ভুল চিকিৎসায় গতকাল বুধবার বেলা ১১টায় অকালেই প্রাণ দিতে হয়েছে মেধাবী ছাত্র অলোক কুমার নন্দিকে (৩০)।

মৃত অলোক নন্দির পিতা বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি। অলোক কুমার নন্দির অকাল মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর গ্রামে, অলোকের কলেজ, পিতার কর্মস্থল বরিশালের আগৈলঝাড়ায় ছড়িয়ে পরলে সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।