জনরোষের মুখে তিন ওঝা-অবশেষে পালিয়ে রক্ষা

অর্থের অপচয় করে ব্যর্থ হয়ে জনরোষের মুখে পালিয়ে গেল ৩ ওঝা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার আমবৌলা বাজারের ব্যবসায়ী ঘোড়ারপাড় গ্রামের নিরঞ্জন কীর্তনীয়ার ছেলে বরুণ কীর্তনীয়া গত সোমবার রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে দংশন করে। মূমূর্ষ অবস্থায় ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর তার মৃতদেহ বাড়ি নিয়ে আসার পরে স্থানীয় সতীশ চন্দ্রসহ ৩ ওঝা বাঁচানোর আশ্বাস দিয়ে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বরুণকে দংশন স্থানের উপরে ডোর লাগিয়ে বাঁচানোর মিথ্যা চেষ্টা চালায়। ওঝারা ওই পরিবার থেকে বরুণকে বাঁচানোর কথা বলে নতুন গামছা, দুধ, নতুন হাঁড়িসহ বিভিন্ন উপকরণ কিনিয়ে ব্যাপক অর্থের অপচয় করায়। বরুণকে বাঁচানোর কথা শুনে তা দেখার জন্য এলাকার হাজার হাজার লোক ভিড় জমায়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে ব্যর্থ হলে উপস্থিত লোকজন ওঝাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অবশেষে জনরোষের মুখে ওঝারা পালিয়ে যায়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।