আগৈলঝাড়ায় শিক্ষক সমিতির নির্বাচন ॥ সোহরাব-নবনী প্যানেল জয়ী

শান্তিপূর্নভাবে সম্পন্ন, পূর্ণ প্যানেলে সোবহাব- নবনী প্যানেলের জয়লাভ ।

গত ৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আগৈলঝাড়া উপজেলা শাখার  নির্বাচন সম্পন্ন হয় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। নির্বাচনে সোহরাব হোসেন ও নবনী কুমার  প্যানেলের সকল প্রার্থীরা বিজয় লাভ করে । প্রতিদন্দী প্যানেল মোস্তাফিজ  ও অজিত কুমার পরাজিত হয়। শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটারগণ আগৈলঝাড়া ভেগাইল হালদার পাবলীক একাডেমীতে ভোট কেন্দ্রে ভোট প্রদান করে । ২৮৮ জন ভোটারের মধ্যে ২৭৭ ভোটার  ভোট প্রদান করেন। সভাপতি নির্বাচিত হন মোঃ সোহরাব হোসেন সেরনিয়াবাত প্রাপ্ত ভোট সংখ্যা -১৮০, নিকট তম প্রতিদন্দী মোস্তাফিজুর রহমান পেয়েছেন- ৯৫ ভোট, সাধারণ সম্পাদক পদে নবনী কুমার বৈদ্য পেয়েছেন ১৮০ ভোট, নিবটতম প্রতিদন্ধী অজিত কুমার সমদ্দার পেয়েছেন – ৯৫ ভোট। এছাড়া একই প্যানেলে নির্বাচিতরা হলেন  – সহ সভাপতি অরুন চন্দ্র হালদার – ১৬৩ ভোট বিষ্ণুপদ হালদার -১৫৬ ভোট, নমিতা রানী দাস পেয়েছেন – ১৫০ ভোট, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুর আহম্মদ – ১৮৩ ভোট পেয়েছেন, শিরিণ সুলতানা – ১৫৫ ভোট,  সহ সম্পাদক পদে এ, কে এম সাইফুল ইসলাম -১৫৯ ভোট, আসমা আক্তার বিনা প্রতিদন্ধীতায় নির্বাচত, মহিলা সম্পাদক – আভা মুখার্জী  পেয়েছেন ১৬৩ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন খান – ১৭৫ ভোট, অর্থ সম্পাদক বিপুল চন্দ্র পান্ডে – ১৭৯ ভোট, দপ্তর সম্পাদক – মোঃ আবুল কালাম – ১৫৫ ভোট, শিশু শিক্ষা ও সাহিত্য সম্পাদক- মাখন লাল পান্ডে পেয়েছেন ১৭১ ভোট, সাংস্কৃত ও বিনোদন সম্পাদক – নীহার রঞ্জন বিশ্বাস পেয়েছেন – ১৬৪ ভোট, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক – দেব দুলাল বাড়ৈ পেয়েছে ১৬৬ ভোট, সমবায় ও সমাজকল্যান সম্পাদক – সুখদেব মধু পেয়েছেন – ১৭৬ ভোট, ক্রীড়া সম্পাদক – দীনেশ ঘটক বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন, প্রাথমিক শিক্ষা গুনগত মান বিষয়ক সম্পাদক – সৌমেন হালদার পেয়েছেন ১৪৮ ভোট, কাপ স্কাউটিং সম্পাদক – মেনহাজ উদ্দিন সম্পাদক পেয়েছেন – ১৭৮ ভোট, সদস্য মাসুদ রানা -১৩৭, মানিক মিয়া – ১২৮, বিউটি রানী বাড়ৈ – ১৭৬, মানসী বিশ্বাস – ১৭০, শামিমা আক্তার – ১৬৬ ভোট । সর্বোচ্চ ভোট পেয়েছেন যুগ্ম সম্পাদক পদে  মঞ্জুর আহম্মদ – ১৮৩ ভোট । অত্যনস্ত সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে  নির্বাচন সম্পন্ন হয় ।