টেম্পু ও প্রটকল শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত-৫ ॥ গ্রেফতার-১

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের আগৈলঝাড়া সড়কে টেম্পু চালক ছাদেক সরদার আগৈলঝাড়াগামী তার টেম্পুকে একজন যাত্রী উত্তোলন করেন। প্রটকল সমিতির সম্মুখ দিয়ে যাত্রী উত্তোলন করায় ছাদেকের সাথে প্রটকল সমিতির সাধারন সম্পাদক শুভ্রত রায়ের বাকবিতন্ডা বাঁধে। এপর্যায়ে প্রটকল শ্রমিকেরা ছাদেকের ওপর হামলা চালিয়ে তার টেম্পু আটক করে রাখে। এ খবর পেয়ে টেম্পু শ্রমিকেরা ঘটনাস্থলে এগিয়ে আসলে প্রটকল শ্রমিকেরা তাদের ধাওয়া করে। টেম্পু শ্রমিকেরাও পাল্টা ধাওয়া করে। এসময় পুরো বাসষ্ট্যান্ড এলাকায় আতংক ছড়িয়ে পরে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে প্রটকল শ্রমিকেরা দফায় দফায় হামলা চালিয়ে অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, টেম্পু চালক হালিম সরদার, হারুন আকন, ছাদেক সরদার, টেম্পু শ্রমিক সাহেব আলী সরদারকে আহত করে। খবর পেয়ে গৌরনদী থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একতা ভাড়ায় চালিত মটরসাইকেল সমিতির সাধারন সম্পাদক শুভ্রত রায়কে গ্রেফতার করে। এ ব্যাপারে গৌরনদী অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ চান্দু সরদার গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।