যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

নিহতের পিতা অভিযোগ করেন যৌতুকের দাবিতে তার কন্যাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূ ও এক সন্তানের জননী মায়া বৈদ্ধর পিতা বানারীপাড়ার মরিচাবুনিয়া গ্রামের রনজিত রায় অভিযোগ করেন, তিনবছর পূর্বে সামাজিক ভাবে তার কন্যার সাথে আগৈলঝাড়া উপজেলার মরাআন্দিপাড় গ্রামের রনজিৎ রায়ের পুত্র মসি রায়ের বিয়ে হয়। বিয়ের সময় মসি রায়কে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুক লোভী মসি রায় পূর্ণরায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মায়াকে নির্যাতন চালায়। সর্বশেষ গতকাল রবিবার সকালে পূনরায় যৌতুকের জন্য মায়াকে অমানুষিক নির্যাতন করা হয়। তিনি আরো অভিযোগ করেন, নির্যাতনের এক পর্যায়ে মায়া সংজ্ঞা হারিয়ে ফেললে মসি ও তার পরিবারের লোকজনে মায়ার মুখে বিষ ঢেলে আত্মহত্যার কথা রটিয়ে দেয়। এক পর্যায়ে মুমুর্ষ অবস্থায় মায়াকে আগৈলঝাড়া হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। তাদের কাউকে সংবাদ না দিয়ে তড়িঘরি করে লাশের সৎকারের আয়োজন করা হয়। খবর পেয়ে নিহতের পরিবার আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘনাস্থলেপৌঁছে মায়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত দায়িত্বে এস.আই মাহবুব আলম জানান, প্রাথমিক ভাবে ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।