মিছিল ও রঙ্গের ছড়াছড়ি

সাথে ছিলো রঙ্গ ও মিষ্টির ছড়াছড়ি। সবমিলিয়ে দিনভরের আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও রঙ্গের ছড়াছড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিলো। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল, মিষ্টি বিতরন ও রঙ্গ ছিটানো হয়।
Gournadi Awamilig

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, মুজিব বাহিনীর কমান্ডার ও দক্ষিণাঞ্চলের আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার সাজা ও মামলা থেকে অব্যাহতি পাওয়ায় এ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে এসব মিধ্যে মামলাগুলো দায়ের করা হয়েছিলো। এ খবরে বুধবার সন্ধ্যায় তার নিজ জন্মভূমি ও নিজ এলাকায় মিষ্টি বিতরন করা হলেও গতকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় বিশাল আনন্দ মিছিল। গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।

মিছিলে অংশগ্রহন করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহ আলম খান, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, জয়নাল আবেদীন হাওলাদার, বাজু আহম্মেদ হারুন, আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুবলীগ নেতা হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, আনিসুর রহমান আনিচ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল মিয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়াসহ প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরন ও রং ছিটানো হয়। আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়বাতের নেতৃত্বে অনুরুপ আনন্দ মিছিল বের করা হয়।