এমপির চ্যালেঞ্জ “দুর্নীতি প্রমান করতে পারলে এখনই পদত্যাগ করবো”

আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস গতকাল শনিবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন-মহাজোট সরকার গঠন করার পর আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কেউ কোন প্রকার দুর্নীতি কিংবা চাকুরী দেয়ার নামে ঘুষ গ্রহনের প্রমান দিতে পারলে আজ এখনই আমার স্ব-পদ থেকে পদত্যাগ করবো। তিনি আরো বলেন, চাকুরী দেয়ার নামে ঘুষ কিংবা কোন প্রকার দুর্নীতিতে নিজেকে জড়ানোর আগে সৃষ্টিকর্তা যেন আমাকে পৃথিবী থেকে নিয়ে যান।

 
স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও প্রগতি ইউএসএআইডি’র সহযোগীতায় গতকাল শনিবার সকাল দশটায় বরিশালের গৌরনদী উপজেলার ঐহিত্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি বিরোধী প্রচারাভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও উন্নয়ন প্রচেষ্টার সভাপতি এডভোকেট জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, বিএনডিএন’র সভাপতি রহিমা সুলতানা কাজল, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের প্রতিনিধি রণজিৎ দত্ত, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ.এম নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সমাজ সেবক ও সাবেক পৌর কমিশনার আবু সাঈদ নান্টু। উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। শেষে দুর্নীতি প্রতিরোধের ওপর বিশেষ নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহস্রাধীক সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।