থানা থেকেই চার ছিনতাইকারীকে ছাড়িয়ে নিয়েছেন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা

সোর্পদ করেছে। গতকাল রবিবার দুপুরে দলীয় প্রভাব খাটিয়ে থানা থেকেই ওই চার ছিনতাইকারীকে ছাড়িয়ে নিয়েছেন প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতা ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়।

আগৈলঝাড়া প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষিকা নিলু হালদার জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে নবমী পূজা দেখার জন্য পাশ্ববর্তী বাশাইল গ্রামের দিলিপ ঘটকের বাড়ির সার্বজননী দূর্গা মন্ডবে তিনি তার কাকা ও কাকাতো ভাই-বোনদের সাথে রওয়ানা হন। পথিমধ্যে দূর্গা মন্দিরের সন্নিকটে পৌঁছলে বাশাইল গ্রামের লিমন মোল্লা, রানা মোল্লা, লখারমাটিয়া গ্রামের সবুজ সরদার ও জাহিদ মৃধা তাদের পথরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা শিক্ষিকা নিলু হালদারের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানো চেষ্ঠা করে। নিলু ও তার কাকার ডাকচিৎকারে পূজা মন্ডবের দশনার্থীরা ঘটনাস্থলে এসে ধাওয়া করে ওই চার ছিনতাইকারীকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোর্পদ করে। গতকাল রবিবার বেলা এগারোটার দিকে বাশাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী মতি হাওলাদার তার সহযোগীদের নিয়ে থানায় এসে দলীয় প্রভাবখাটিয়ে ওই চার ছিনতাইকারীকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা মতি হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি দলীয় প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় মুচলেকা দিয়েই ওই চারজনকে ছাড়িয়ে আনা হয়েছে। তিনি আরো বলেন, চেন ছিনিয়ে নেয়ার ঘটনায় শিক্ষিকা নিলু হালদারকে নগদ ১৫ হাজার টাকা দেয়া হয়েছে।