আগৈলঝাড়ায় ধাওয়া করে চাঁদাবাজদের গনধোলাই

সংঘর্ষে আহত ১০ জন। থানায় মামলা দায়ের। সাজাপ্রাপ্ত আসামী সহ ২ চাঁদবাজকে গ্রেফতার ও মোটর সাইকেল আটক করছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে কোটে প্রেরন।  চাঁদবাজ আরিফ দলের কেউ নয় দাবী আওয়ামীলীগের।

এজাহার, আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার সদরের ব্যবসায়ী পান্নু সরদারের নিকট একই উপজেলার পূর্ব সূজনকাঠী গ্রামের মৃত অদুত তালুকদারের ছেলে আরিফ তালুকদার তার সহযোগীদের নিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। পান্নু তা দিতে অস্বীকার করায় গতকাল রোববার সকালে উপজেলার ফুল্লশ্রী ব্রীজ সংলগ্ন এলাকায় ৩টি মটর সাইকেল সহকারে পান্নুর উপর চড়াও হয় চাঁদবাজরা। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে চাঁদাবাজ আরিফ তালুকদার, হরষিত, রাকিব, পলাশ রায়, পলাশ গাজী, শহীদ তালুকদারকে মারধর করে। মারধর থামাতে এসে স্থানীয় আছিরণ বিবি সহ ২ মহিলাও আহত হয়। ঘটনার পর আহত অবস্থায় আরিফ তালুকদার ও তার সহযোগী কায়েশকে পুলিশ গ্রেফতার করে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটর সাইকেল ও আটক করে পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃত আরিফ ২০০১ সালের অস্ত্র আইন মামলায় ১৪ বছরের সাজা প্রাপ্ত আসামী। আরিফের বিরুদ্ধে এলাকায় হামলা, ভাংচুর, চাঁদাবাজী, মারধর সহ নৈরাজ্য সৃষ্টির বিস্তর অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল রোববারই সরদার নাজমুল হোসেন পান্নু বাদী হয়ে আরিফ তালুকদার ও কায়েশের বিরুদ্বে থানায় চাঁদাবাজী ও ছিনতাই মামলা দায়ের করে।গ্রেফতার কৃত চাদাবাজদেরকে কোটে প্রেরন।

উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লার এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন গ্রেফতারকৃত আরিফ তালুকদার তার সংগঠন বা সহযোগী সংগঠনের কোথাও সদস্য পদে অন্তর্ভূক্ত নয়। তিনি আরও উল্লেখ, করেন আরিফ দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালাইয়া আসিতেছে বলিয়া অভিযোগ তোলেন ।তাই দলের দ্রুনাম বহন করবেনা আওয়ামীলীগ।