অবিশ্বাস্য হলেও সত্য..!

পরেও পাঁচ মাসের শিশু কন্যা রিমিকে জীবিত ও সম্পূর্ন সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের সন্নিকটে।

প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সোয়া এগারটার দিকে মহাসড়কের গয়নাঘাটা বড় ব্রীজের গোড়ায় টরকী থেকে ছেড়ে আসা একটি টেম্পু নিয়ন্ত্রন হারিয়ে উল্টে মহাসড়কের পাশ্ববর্তী পুকুরে পরে নিমজ্জিত হয়ে যায়। টেম্পুটিতে ৮ জন নারী-পুরুষ যাত্রী ও তিনজন শিশু ছিলো। টেম্পু যাত্রী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের মোঃ এনামুল হক বেপারীর স্ত্রী ইসমত আরা বেগম ও তার পাঁচ মাসের শিশু কন্যা রিমিও দূর্ঘটনা কবলিত হয়ে পানতি ডুবে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা পর শিশু রিমিকে সম্পূর্ন অক্ষত ও সুস্থ্য অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।