মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাংবাদিক গিয়াস ॥ সহযোগিতা করা হয়নি কালের কন্ঠ থেকে

সভাপতি ও কালের কন্ঠ গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া দ্বায়িত্ব পালনরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার শমরিতা হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

গতকাল শনিবার আহত সাংবাদিক গিয়াস উদ্দিনকে দেখতে ঢাকার শমরিতা হাসপাতালে ছুঁটে যান জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম.জহির উদ্দিন স্বপন, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী আব্দুস সোবহান, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সহসভাপতি হাফিজুর রহমান টিপু, বিএনপি নেতা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার এম.শাহ আলম, বার্থী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক ফকরুল আলম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম খোকন, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেন, Gournadi.com’র প্রকাশক ফাহিম মুরশেদ এবং Gournadi.com’র ষ্টাফ রিপোর্টার সুমন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া গুরুতর আহত হন। ওইদিনই মুমুর্ষ অবস্থায় সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। প্রথমে তাকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রথম অপারেশন করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে শমরিতা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শমরিতা হাসপাতালে ঢাকা পঙ্গু হাসপাতালের বিশিষ্ট ডাক্তার ডাঃ আবদুস ছামাদ, তার সাথে ডাঃ দীপু, ডাঃ জাহিদ, ডাঃ আমিনুল ও ডাঃ পাপ্পু এর তত্বাবধানে আছেন। গতকাল তার পায়ে আর একবার ট্রাকসন পয়জন নিঃ -এসথ্রি অস্ত্রপাচার করা হয়েছে। পায়ে ৩টি ইট দিয়ে টানা দেয়া হয়েছে। ডায়াবেটিস জনিত সমস্যার কারনে তার প্রধান অপরেশনটি এখনও করা হয়নি। ডায়াবেটিস কন্ট্রোল হলেই তার অপারেশনটি করা হবে। অপারেশনে তার পায়ের ৩ জায়গায় ভাঙা স্থান অপারেশন করে ঠিক করা হবে বলে জানিয়েছেন শমরিতা হারপাতালে মেডিকেল অফিসার ডাঃ শাহিনা।

আলাপকালে তিনি (গিয়াস উদ্দিন) জানান, অসহ্য যন্ত্রনায় আর থাকতে পারছি না। মাঝে মাঝে যন্ত্রনায় ইচ্ছে করে নিজেকে গলা টিপে হত্যা করি। এত যন্ত্রনা সহ্য হচ্ছে না। তিনি ফোকাস বাংলার চেয়ারম্যান কামাল হোসেনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আরও জানান, অফিস থেকে (কালের কন্ঠ) তাকে কোনো প্রকার সাহায্য ও সহযোগিতা করা হয়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কাউকে যাওয়া যায়নি।

সেইথেকে অদ্যবর্ধি তিনি (গিয়াস উদ্দিন) ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান কামাল হোসেনের আর্থিক সহযোগীতায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিদিন খোজ খবর নিচ্ছেন।

আমরা Gournadi.com পরিবারের পক্ষ থেকে কামাল হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

গিয়াস উদ্দিন এর সাথে যোগাযোগ করতে- ০১৭১১ ৪৫ ৮০ ৮৬ / ০১৯১২ ১৬ ৬০ ৫০