মুলাদী উপজেলার ভাইস চেয়ারম্যানকে উকিল নোটিশ

ইউনিয়নের মৃত নুরুল হক মুন্সীর ছেলে মোঃ বাচ্চু মুন্সীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবি নজরুল ইসলাম খন্দকার গত ২১ অক্টোবর তারিকুল ইসলাম দিপু মোল্লার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে এবং উপজেলা ভাইস চেয়াম্যান পদ অবৈধ উল্লেখ করে তাকেসহ প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বরিশাল জেলা প্রশাসক, বরিশাল জেলা নির্বাচন কমিশানার, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মুলাদী উপজেলা নির্বাহী অফিসারকে এ নোটিশ প্রদান করেন।

নোটিশ সূত্রে জানা যায়, তারিকুল ইসলাম দিপু মোল্লা ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে এডভোকেট পরিচয় দিয়ে জনগণের সাথে প্রতারণা করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময় দিপু মোল্লা একজন এডভোকেট না হয়েও পোষ্টার, ব্যানারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্রে পেশাদার এডভোকেট হিসেবে ভুয়া পরিচয় দেন। এ ভুয়া পরিচয় তাকে নির্বাচিত হতে সাহাষ্য করে। যা বাংলাদেশ নির্বাচন আইনের পরিপন্থী এবং ভোটারদের সাথে প্রতারণা। উপজেলাবাসীর সাথে প্রতারণার বিষয়টি ফাঁস হলে মোঃ বাচ্চু মুন্সী সুপ্রিম কোর্টের আইনজীবির মাধ্যমে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তারিকুল ইসলাম দিপু মোল্লাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার জন্য নোটিশ প্রদান করেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে তারিকুল ইসলাম দিপু মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি উল্লেখিত অভিযোগ অস্বীকার করে বলেন, নোটিশের কথা শুনেছিন কিন্তু হাতে পাইনি।