যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা দায়ের

জানাগেছে, উপজেলার আস্কর গ্রামের মৃত- ধীরেন সরকারের পুত্র বাদল সরকার ১৯৮৭ সালে ১ লক্ষ টাকা যৌতুকের বিনিময়ে উজিরপুর উপজেলার শানুহার গ্রামের অনিল হালদারের কন্যা ডলীকে বিবাহ করে। দাম্পত্য জীবনে ৩ পুত্র সন্তানের জননী হলেও যৌতুকলোভী বাদল প্রায়ই ডলীকে আরো যৌতুকের জন্যে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে। বাদল ঢাকায় একটি বারে কর্মরত  থাকার সুবাদে স্ত্রী পুত্রদের গ্রামে রেখে নারী কেলেংকারী সহ নেশাগ্রস্থ হওয়ার কারনে তার উপার্জিত অর্থ পুত্রদের পড়ালেখা ও সংসারের ব্যায়ভার বহনে ব্যয় করত না। অতি সম্প্রতি বাদল ঢাকা থেকে গ্রামে  ফিরে কতিপয় সহযোগী নিয়ে তার স্ত্রীকে বেধরক পিটিয়ে আহত করে। বাদলের অপকর্মের প্রতিবাদ করায় তার ২ কলেজ পড়ুয়া পুত্র রুপক, রুপম, স্ত্রী ডলি সহ ৬ জনের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে ২ পুত্রকে জেলে ঢুকিয়েছেন। অসহায় গৃহবধূ ডলী সু-বিচার চেয়ে বাদল সহ ৬জনকে আসামী করে ২৪ অক্টোবর বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করে।