দু’পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ত্র লুট

ও এক প্রবাসীর পরিবারের ৯জনকে অচেতন করে সর্বস্ত্র লুটে নিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ মুমুর্ষ অবস্থায় ওই ৯ জনকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেছেন।


পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ঔষধ বিক্রেতা ও মৎস্য হ্যাচারির ব্যবসায়ী ফুলশ্রী গ্রামের আলমগীর হোসেন ফকির ও একই বাড়ির তার ভাতিজা ওমান প্রবাসী শহিদ ফকিরের ঘরের খাবারের সাথে বুধবার অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে। ওইদিন রাতের খাবার খেয়ে ওই দু’পরিবারের সবাই অচেতন হয়ে পরে। দুস্কৃতকারীরা ওই রাতেই ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ষ্টীলের আলমিরাসহ অন্যান্য মুল্যবান মালামাল নিয়ে যায়। গতকাল ভোরে বাড়ির অন্যান্য পরিবারের সদ্যসরা ওই দু’পরিবারের ঘরের দরজা খোলা দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় আলমগীর হোসেন ফকির (৫৫), তার স্ত্রী শিউলী বেগম (৪৫), ভাগ্নি মিনি খানম (১৯), কাজের লোক আইয়ুব আলী (৪৫), ইমাম হাফেজ রইচুল ইসলাম রুবেল (২৫), প্রবাসীর পিতা হাসেম ফকির (৬৫), স্ত্রী রোকেয়া বেগম (৫০), পুত্রবধূ মুন্নী বেগম (২২) ও ভাতিজা সুমন ফকিরকে (১৫) আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।