একটি ব্রিজ একটি বাড়ির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে

সরকারের আমলে আক্রোশমূলক ভাবে নির্মিত একটি বক্স কালভার্ট এখন একটি বাড়ির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পানির স্রোতের কারনে ইতোমধ্যে ওই বাড়িটির পার্শ্বদিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে কালভার্টটি ভেঙ্গে পূর্ণ মেরামত করা না হলে অচিরেই ওই বাড়িটি ভেঙ্গে খালের সাথে বিলিন হয়ে যাবে।


ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাকাই এলাকার আমানতগঞ্জ খালের সংযোগ দিয়ে প্রবাহমান বাকাই-ডোনারকান্দি খালের সংযোগস্থলে (স্থানীয় সাবেক ইউপি সদস্য সঞ্জিব কুমার হালদার সুধীরের) বাড়ির সস্মুখে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি বক্স কালভার্ট নির্মান করা হয়। ঠিকাদার হিসেবে কালভার্টটির নির্মান কাজ সম্পন্ন করেন বর্তমান গৌরনদী পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ হোসাইন তুষার। সাবেক ইউপি সদস্য সঞ্জিব কুমার হালদার সুধীর অভিযোগ করেন, কালভার্টটি দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য নৌকা চলাচল করে থাকে। কালভার্টের একপার্শ্বের সম্পত্তি হচ্ছে স্থানীয় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার। যার ফলে দলীয় প্রভাব খাটিয়ে কালভার্টটি সঠিক নিয়মে (খাল বরাবর) নির্মান না করে তার (সুধীরের) বাড়ির দিকে ফিরিয়ে নির্মান করা হয়। যে কারনে প্রবাহমান খালের স্রোতে বর্তমানে সুধীর হালদারের বাড়ির একাংশ সম্পত্তি খালের মধ্যে ভেঙ্গে পরেছে। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে তার পুরো বাড়িটিই খালের মধ্যে বিলিন হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জরুরি ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।