এস.টি.ইউ.পি কর্মসূচীর উদ্যোগে গতকাল রবিবার সকালে কটকস্থলে গ্রাম পরিস্কার পরিচ্ছনা অভিযানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কটকস্থল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বার্থী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক ফকরুল আলম মিয়া। বক্তব্য রাখেন মাদারীপুর জেলার সেক্টর স্পেশালিষ্ট এস.টি ইউ.পি (এস,ডি) মোঃ জাহিদ হোসেন, গৌরনদী ব্রাকের এস.টি ইউ.পি ব্র্যাঞ্চ ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার, কমিটির সেক্রেটারী মাষ্টার আঃ ওহাব, ব্র্যাক কর্মী প্রভাষ বসু (এস,ডি), আহসানুল হক, জনিরা খাতুন, আব্দুল জলিল, যমুনা মন্ডল, লিপিকা হালদার প্রমূখ।