আগৈলঝাড়ায় পৃথক সংঘাতে ১৫ জন আহত ॥ বিষপানে তরুনীর আত্মহত্যা

সংঘাতে মহিলা সহ ১৫ জন আহত হয়েছে । আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে  ওই গ্রামের সুভাষ শীল, বীরেন হালদার, একই জমিতে জালপাতাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধায় উভয়ের মধ্যে বাক বিতন্ডায় বীরেন হালদারের স্ত্রী আশালতা অশ্রাব্য ভাষায় বয়ান শুরু করলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । সংঘাতে সুভাস শীল (৪০), শুসান্ত শীল (৩৫) কালু হালদার (৩২) আশুতোষ (২৮), সুমিত্রা শীল (৩০) বিনয় হালদার (২০), আশালতা (৪০), চম্পা (১৫), তৃপ্তি (১০) সহ ১০ জন আহত হয় । গুরুতর আহত সুমিত্রা ও আশিষকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । অপরদিকে কোদালধোয়া গ্রামের নয়ন কীর্ত্তনীয়া (১৫), রামানন্দ (৫০), পাকুরিতা গ্রামের লালয়া (১৮), মালেকা (৪০) তুচ্ছ ঘটনায় সংঘাতে আহত হয়। এছারা আগৈলঝাড়ার পাশ্ববর্তী  জল্লা ইউনিয়নের বিলগাব বাড়ী   গ্রামের জাকব হালদারের ষোরশী কন্যা বিভা হালদার (১৮) পরকীয়া সম্পর্কে সূত্র ধরে কীটনাশক পান করলে গতকাল গৈলা হাসপাতালে নিয়ে আশা হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।