বখাটেদের পাকারাও বিশেষ মহরা অভিযান শুরু

মহরা অভিযান শুরু করেছে বরিশালের গৌরনদী থানা পুলিশ। মহরার প্রথম দিনেই থানার ওসির নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে একদল বহিরাগত বখাটেকে পাকারাও করেছে পুলিশ।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, আমি যতদিন গৌরনদীতে কর্মরত রয়েছি। ততদিন এ থানার কোন ছাত্রীকে উত্যক্ত করা চলবে না। ইতিপূর্বেই আমি ঘোষনা দিয়েছি বখাটেরা যদি কোন মন্ত্রী কিংবা এমপি’র ছেলেও হয়ে থাকে তার সাথে থানা পুলিশের কোন আপোষ নেই। স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করে গতকাল সোমবার থেকে পুলিশের বিশেষ মহরা শুরু করা হয়েছে। স্কুল-কলেজসহ থানার গুরুতপূর্ণ এলাকায় বিনাকারনে স্কুল ও কলেজ চলাকালীন কোন যুবক আড্ডা দিলে মহরার পুলিশ সদস্যরা তাদের পাকারাও করবেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি বখাটে মুক্ত বাংলাদেশ গড়তে উত্যক্তকারী বখাটে যুবকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন পাশ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।