ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শ সভা

নেতাদের সম্পৃক্ত করণ” শীর্ষক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করণ শীর্ষক প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষে ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি ও সমাজ সচেতন ব্যাক্তিবর্গের মতামত, পরামর্শ ও সুপারিশমালা প্রনয়নের লক্ষে ওই পরামর্শ সভার আয়োজন করা হয়। বেলা ১১ টায় গৌরনদী মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালক মোঃ নিজামউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রায়হান নাসরিন, গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মালেক, হিন্দু ধর্মের প্রতিনিধি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক লাল আচার্য্য, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সিনিয়র সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম, গৌরনদী-আগৈলঝাড়ার দ্বায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার মোঃ শামসুর রহমান প্রমুখ।