দ্রুত বিচার আইনের মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

আইনের মামলার আসামী মহানগর ২০ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানার পুলিশ। গ্রেপ্তার ওয়ার্ড সভাপতির নাম মোঃ জসীম উদ্দিন(২৮)। সে নগরীর বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা। জসিম উদ্দিন সহ মামলায় আরো নামধারী  ৩ জন সহ মোট ৬ জনকে আসামী করে দ্রুতবিচার আইনে মামলা করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ ওবায়দুর রহমান সোহাগ। সে নগরীর বগুড়া রোড পেশকার বাড়ী এলাকার বাসিন্দা। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার  নগরীর ব্রজমোহন (বিএম) কলেজ এলাকায় মহিলা অধিদপ্তরে খাবার সরবরাহের দরপত্র জমা দিতে যায় ঠিকাদার সোহাগ। এ সময় জসিম সহ সুমন, বাবু, মজিবর রহমান সহ অজ্ঞাত নামা ২ জন দরপত্র ছিনিয়ে নেয়। ঠিকাদার দরপত্র ফেরত নেয়ার চেষ্টা কলে তাকে মারধর করে আহত করে। পরে ঠিকাদার ওই চারজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করে। ওই মামলার আসামী হিসেবে জসিমকে গ্রেফতার করা হয়।