আগৈলঝাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা ব্যাংকে হিসাব খুলতে পারেনি

কর্মসংস্থান) কর্মসূচীর আওতায় উপজেলার ৫ টি ইউনিয়নে ৪৮ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দে ৮শ ৩জন শ্রমিক কাজ করার সুবিধা পেয়েছে। কিন্তু ওইসব শ্রমিকেরা এখনো তাদের নিজস্ব হিসেবের জন্য ব্যাংক হিসাব খুলতে পারেননি। সংশ্লিষ্ট ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন অফিসের অসহযোগীতার কারনে শ্রমিকেরা এখনো ব্যাংক হিসাব খুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারী নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ১জন করে সরকারী কর্মকর্তা প্রকল্প বাস্তবায়নের সার্বিক দায়িত্বে রয়েছেন। তবে তারা সরকারী নিয়ম মানছেন না। গতকাল বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গিয়ে জানা গেছে, ১ নবেম্বর গৈলা ও রতপুর ইউনিয়ন, ২ নবেম্বর বাকাল, ৩ নবেম্বর বাগধা ও ৬ নবেম্বর রাজিহার ইউনিয়নে এ কর্মসূচী শুরু করা হয়। তবে ৫টি ইউনিয়নে কি কি প্রকল্প তালিকাভূক্ত করা হয়েছে বা কি কি বাস্তবায়ন হবে তার কোন তালিকাই প্রকল্প অফিসে জমা দেননি প্রকল্পের দায়িত্বে থাকা সরকারী কর্মকর্তাসহ প্রকল্প কমিটির নেতৃবৃন্দ। সূত্রে আরো জানা গেছে, প্রাথমিক ভাবে সকল ইউনিয়নে কচুরিপানা পরিস্কারের কর্মসূচী চলছে। এছাড়া শুরু থেকে এ পর্যন্ত ১০ দিন শ্রমিকরা কাজ করে আসলেও তাদের নিজস্ব হিসেব এখনো ব্যাংকে খুলতে পারেনি। শ্রমিকদের কার্ড সরবরাহ করা হলেও ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন অফিসের অসহযোগীতার কারনে এখনো তা সম্পন্ন করা হয়নি।