মহাজোট সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার হবে

পরবর্তী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যুবলীগের ভূমিকাছিলো লক্ষনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আজো যুবলীগের নেতৃবৃন্দ গৌরব উজ্জল ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। দেশের মধ্যে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, সেদিকে যুবলীগ নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে। বাংলার জনগনকে সাথে নিয়ে যেভাবে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসি দেয়া হয়েছে, সেভাবেই বাংলার জনগনকে সাথে নিয়ে ওইসব যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার কাজ সম্পন্ন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদীতে আওয়ামী যুবলীগের গৌরব ও সাফল্যের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। বিকেল চারটায় তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর কেককেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, জেলা যুবলীগের নির্বাহী সদস্য শেখ মঞ্জুর এলাহি দুলাল, আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, জয়নাল খন্দকার।


বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, জামাল খন্দকার, দেলোয়ার হোসেন দিলু হাওলাদার, খোকন মল্লিক, জামাল হোসেন বাচ্চু, মনির হোসেন মিয়া, যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, বকতিয়ার হাওলাদার, রেজাউল করিম টিটু, , উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে, কৃষকলীগের সভাপতি অধ্যাপক দেলোয়ার  হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন বালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, ছাত্রলীগ নেতা জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, লুৎফর রহমান দ্বিপ প্রমুখ। আলোচনাসভার পূর্বে ওইদিন সকাল ৭ টায় দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বিকেল ৩টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডসহ উপজেলার প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।