আগৈলঝাড়ায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় কমিটি, প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে অভিভাবকদের মাঝেও চরম ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির হস্তক্ষেপে ফরম পূরণে বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে ধার্যকৃর্ত ফি’র চেয়ে ২-৩ গুণ ফি অতিরিক্ত আদায় করা হচ্ছে। একাধিকসূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীতে ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণ ও গ্র“পিংকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে মতবিরোধের কারণে এবছর এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র বোর্ড ফি’ নিয়ে ফরম পূরণ করা হচ্ছে। একারণে উপজেলার অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকরা অভিভাবকদের প্রশ্নের সম্মুখীন হয়ে ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর উপর ক্ষুব্ধ রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি চলতি বছরে এসএসসি ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ২ হাজার ২শ’ ৫০ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ৫০ টাকা স্কুলগুলোকে নির্ধারণ করে দিয়েছে। এ নির্ধারণের পরেও কোন কোন স্কুল এর অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ৮শ’ ৭৫ টাকা এবং বানিজ্য ও মানবিক বিভাগে ৮শ’ টাকা আদায়ের নির্দেশ দিয়েছে। এরপরেও আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতি বোর্ডের নির্দেশের বাইরে বিজ্ঞান বিভাগে ২ হাজার ২শ’ ৫০ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ৫০ টাকা নির্ধারণ করেছে। এরপরেও বিভিন্ন স্কুল টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার অজুহাতে আরও অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিভাবকদের অভিযোগ। এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব অধিকারী বলেন, বোর্ড ফি বাদে অতিরিক্ত আমরা ধার্য করেছি। যা শিক্ষক সমিতির অভ্যন্তরীণ ব্যাপার। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ইচ্ছানুযায়ী কোচিং ফি সহ অর্থ আদায় করছে বলে আমি শুনেছি।