ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষদের ভূমিকা অপরিসীম-আবুল হাসানাত

অগ্রনী ভূমিকা রাখতে হবে। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তারাই পারেন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জনগনকে সচেতন করতে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্যবর্ধি দেশের উন্নয়নে শিক্ষকের ভূমিকা ছিলো লক্ষনীয়। আগামি দিনেও মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষকরা অগ্রনী ভূমিকা পালন করবেন। গতকাল শুক্রবার সকালে নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উল্লেখিত কথাগুলো বলেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

সকাল দশটায় মতবিনিময় সভার পূর্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাবেক চীফ হুইপের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। শেষে সাবেক চীফ হুইপের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সোহরাব হোসেন বাবুল, সাধারন সম্পাদক নবনী কুমার বৈদ্ধ, সহসভাপতি বিষ্ণু পদ হালদার, সদস্য আভা মুখার্জী, নিত্যানন্দ মজুমদার, মঞ্জুর আহম্মেদ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা প্রমুখ।