কালকিনিতে শশুরবাড়িতে জামাইকে মধ্যযুগীয় কায়দা নির্যাতন!

লোকজন মধ্যযুগীয় স্টাইলে নির্যাতন করেছে। খবর পেয়ে পুলিশ বেদম প্রহার অবস্থায় উক্ত জামাইকে উদ্ধার করে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় ১৩ নভেম্বর জেল-হাজতে প্রেরণ করেছে। গত শুক্রবার দুপুরে (১২নভেম্বর) মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরপাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে মুন্নী(১৮) ও একই গ্রামের হাসেম শরীফের ছেলে মনির শরীফের(২৫) সাথে আট মাস পূর্বে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় গিয়ে বিয়ে হয়। কখনো ঢাকায় আবার কখনো বাড়িতে ওরা। মাঝেমধ্যে পারিবারিক দ্বন্ধেও জড়িয়ে পড়তে দেখা গেছে। সর্বশেষ মনির ও তার স্ত্রী ঢাকায় থাকা অবস্থায় সাংসারিক দন্ধে তার স্ত্রী কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করে। তার পরও চলছিল দু’জনের একই সাথে পথচলা। মনীরের বৃদ্ধ দাদা শশুর নিলু হাওলাদার গত বৃহস্পতিবার মারা গেলে জানাযা ও লাশ দাফনের জন্য শুক্রবার সকালে শশুরবাড়িতে গেলে শশুর ও শশুরবাড়ির লোকজন ঘরের ভিতর আটকিয়ে মধ্যযুগীয় স্টাইলে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে মনিরের তীব্র চিৎকারে আশপাশের মানুষ হতভম্ব হয়ে পুলিশকে খবর দেয়। থানার অফিসার ইনচার্জের নিদেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়েদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে (মনির) উদ্ধার করেন। স্ত্রীর দায়েরকৃত ঐ যৌতুক মামলায় গেফতারী পরোয়ানা জারি হওয়ায় গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়। তার সাথে থাকা ঘড়ি, স্বর্ণেন আংটি, মোবাইল সেট ও নগদ টাকা শশুরবাড়ির লোকজন ছিনিয়ে নেয়। যোগাযোগ করা হলে সহকারী উপপরিদর্শক ওবায়েদুর রহমান বলেন, মারপিটের কারনে অবস্থা বেগতিক থাকায় রাত ৯টার সময় মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।