উজিরপুরে বিএনপির সাত নেতা-কর্মী গ্রেফতার

বের করলে পুলিশ  সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ী থেকে নামিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে উজিরপুরে বিএনপির নেতা-কর্মীরা  বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশ দলীয় কার্যালয়ে তাদের প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে তারা সন্ধ্যা ৭টায় পুলিশী বাঁধা উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বিএনপি ও তার সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-ইউপি সদস্য ও যুবদল নেতা সোহেল হাওলাদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরদার, ছাত্রদল নেতা  লাবিদ মাহমুদ, রুবেল আহম্মেদ, মোহাম্মদ রনি, যুবদল নেতা মাছুম হোসেন ও বুলু সরদার।

উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাস্টার আব্দুল মান্নান অভিযোগ করেন, বিনা কারনে শান্তিপূর্ন মিছিল শেষে নেতা-কর্মীরা বাড়ি যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়েছে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ সুকুমার রায় গ্রেফতার প্রসংঙ্গে বলেন, বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল করায় আইন শৃংখলার স্বার্থে গ্রেফতার করা হয়েছে।