আগৈলঝাড়ার বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশী অভিযান

অভিযোগ পাওয়া গেছে। ফলে গ্রেফতার আতংকে নেতা-কর্মীরা বাড়ি ছেড়ে আত্মগোপন করায় গতকাল রবিবার হরতালের পক্ষে এখানে কোন সভা সমাবেশ হয়নি।

বরিশাল জেলা উত্তর বিএনপি’র যুগ্ন সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু অভিযোগ করেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে জোর করে বের করে দেয়ার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যাতে কোন সভা-সমাবেশ করতে না পারেন সে জন্য শনিবার গভীর রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। তিনি আরো অভিযোগ করেন, গভীর রাতে পুলিশ তার (আবুল হোসেন লাল্টু)’র বাড়িসহ বরিশাল জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ বখতিয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, যুগ্ন আহ্বায়ক আবুল মোল্লা, সালমান হাসান রিপন, ভিপি সেলিমসহ বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করেছে। ফলে নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করায় গতকাল রবিবার হরতালের পক্ষে তারা কোন সভা-সমাবেশ করতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।