জমে উঠেছে গৌরনদীর গরুর হাট ॥ দেশি গরুর কদর

সাতটি গরুর হাট ঘুরে দেখা গেছে এবার ক্রেতাদের কাছে দেশি গরুর (স্থানীয় গরুর) কদর খুব বেশি। ফলে ভারতীয় গরুর দাম একেবারেই কমে গেছে। তাই দেশি গরু বিক্রেতারা ভালো দাম পাবার আশা করছেন।

ঈদেরদিন যত ঘনিয়ে আসছে উপজেলার প্রতিটি হাটই ততো জমে উঠেছে। আর ব্যবসায়ীরাও পর্যাপ্ত পরিমানে গরু সরবরাহ করছেন হাটে। স্থানীয় গরুর কদর যেমন বেড়েছে তেমন দামও মোটামুটি ক্রেতাদের নাগালে মধ্যেই রয়েছে। তাই এখানে ভারতীয় গরুর চাহিদা নেই বললেই চলে। ক্রেতারা মনে করছেন দেশি গরুর দাম কম এবং মানের দিক দিয়েও ভাল, তাই তারা ভারতীয় গরু তেমন একটা বিকিনিকি হচ্ছে না। তাছাড়া ভারতীয় গরুসহ কুষ্টিয়া, রাজশাহী ও বেনাপোলের গরু এ এলাকায় নিয়ে আসার সময় পথে চাঁদাবাজ ও ট্রাফিক পুলিশদের বখরা দিতে হয়। যে কারনে ওইসব গরুর মূল্য এখানকার বাজারে বেশি হাঁকা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।  

এবার ঈদুল আযহাকে ঘিরে গৌরনদীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বাজারগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।