গৌরনদীবাসী আজো ভুলতে পারেনি সেই প্রলয়ঙ্করী রাতের কথা

ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলো অসংখ্য পরিবার।

সরকারি হিসেব মতে, সিডরে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় ঘরের ওপর গাছ চাঁপা পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিলো। গুরুতর আহত হয়েছিলো ৯২ জন, সম্পূর্ন ক্ষতিগ্রস্থ লোকসংখ্যা ২৫ হাজার ১৬৭, আংশিক ৬২ হাজার ৫১৮, সম্পূর্ন রুপে বির্ধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা ৬ হাজার ৭৪ টি, মৃত গাবাদি পশুর সংখ্যা (হাঁস, মুরগী, গরু, ছাগল) প্রায় ১০ হাজার, সম্পূর্ন ফসলাদি বিনষ্টের পরিমান ১ হাজার ২৩৫ একর, বন বিভাগের ক্ষতির পরিমান ৬৫ লক্ষ ২৪ হাজার, ৬৬৫ টাকা, ২০ একরের চিংড়ির ক্ষতির পরিমান ধরা হয়েছিলো ২ লক্ষ ১৬ হাজার ৫’শ টাকা, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান (প্রাইমারি, মাধ্যমিক, কলেজ, রেজিষ্টারি, কমিউনিটি, মাদ্রাসা) ৪৬টি, ক্ষতিগ্রস্থ মসজিদের সংখ্যা ১৩৩টি, মন্দিরের সংখ্যা ৪৩টি, ক্ষতিগ্রস্থ পাকা রাস্তার পরিমান ৩৫ কিলোমিটার, কাঁচা ৩০ কিলোমিটারসহ ক্ষতিগ্রস্থ এলাকার পরিমান ১৩১ বর্গ কিলোমিটার কিন্তু বেসরকারি হিসেবে ক্ষতির সংখ্যা ছিলো এরচেয়ে প্রায় দ্বিগুন। সেই ভয়াল সিডরের রাতের কথা গৌরনদীবাসী আজো ভূলতে পারেননি