জমে উঠতে শুরু করেছে বরিশালের গরুর হাট

মানুষের মাঝে এ্যানথাক্স আতংক থাকলেও এবার বিপুল পরিমাণ স্থানীয় জাতের গরু ও ছাগলের আমদামি দেখা গেছে হাট গুলোতে।

গতকাল বিভিন্ন হাট ঘুরে এর প্রমানও মিলেছে। ঈদুল আজহার ২ দিন বাকী থাকতেই জমে  উঠেছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের গরুর হাট। এবার বরিশাল নগরীতে ৩ টিসহ জেলার ১০ উপজেলায় ৪৪ টি গরুর হাট বসেছে। এসব গরুর হাটে ইতোমধ্যে হরেকরকম গরু ও ছাগলের সমাগম ঘটিয়েছে পাইকাররা ।

এবার ভারতীয় গরুর চাহিদা নেই বল্লেই চলে । এখানকার ক্রেতারা মনে করছে দেশীজাতের গরুর দাম কম এবং ভাল তাই তারা ভারতীয় গরু কিনছেনা বলে দাবী বরিশালের রুপাতলীর গরুর হাটের বিক্রেতা সিকান্দার আলীর । তার মতে গতবারের তুলনায় এবার গরুর দাম একটু বেশী ।

একই বাজারের ক্রেতা কাজী আবুল কালাম আজাদ বলেন, এখনো পুরোপুরি এ্যানথাক্স আতংক কাটেনি । ফলে গরুর প্রতি ক্রেতাদের অনিহাটাই বেশি ।
ইজারাদার নাজমুল হুদা বলেন এবার হাটে গরুর চেয়ে ছাগলের চাহিদা অনেক বেশী । তার মতে রুপাতলীর হাটে প্রতিদিন প্রায় সহশ্রাধীক ছাগল বিক্রি হচ্ছে । সে তুলনায় গরুর বিক্রি অনেক কম ।
কাউনিয়ার বাঘিয়ার গরুর হাটে দেখাগেছে ক্রেতাদের উপচে পড়া ভিড় । তবে বিক্রিও ভাল  বলে জানালেন বিক্রেতারা । তাদের মতে দেশী গরুর কদরই বেশী । এ হাটের বিক্রেতা সেলিম বেপারী বলেন ৪০টি গরু এনেছেন বিক্রির জন্য ২৩ টি ইতোমধ্যে বিক্রি হয়েছে । ২/১ দিনের মধ্যে তার বাকী গরুগুলো বিক্রি হয়ে যাবে বলে দাবী তার ।

বরিশালের জেলা প্রশাসক এস.এম.আরিফ উর রহমান বলেন, এবার সব রকমের সহযোগীতা করা হচ্ছে ব্যাবসায়ীদের । বাজার গুলোর আইনশৃংখলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে ।
বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানাগেছে, এবার বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালের দক্ষিণ পার্শ্বের মাঠ,  বাঘিয়া গরুর হাট , পোর্ট রোড কসাইখানায় কোরবানীর গরুর হাট বসেছে। এসব হাটে ব্যাপক গরু ও ছাগলের মজুদ করেছে পাইকাররা । যদিও প্রতিবছর বরিশাল নগরীতে ১০ টির অধিক গরুর হাট বসত সেখানে এবছর স্থায়ী ৩ টি গরুর হাটই বসছে । এছাড়া জেলার সদর উপজেলায় ৭ টি, মেহেন্দিগঞ্জে ৫টি , হিজলায় ৩টি, মূলাদীতে ৩টি, বাবুগঞ্জে ৪টি, উজিরপুরে ৩টি, বানারীপাড়ায় ৪টি, বাকেরগঞ্জে ৫টি, গৌরনদীতে ৪টি ও আগৈলঝাড়ায় ৩টি করে গরুর হাট বসেছে। উপজেলার গরুর হাটগুলেতে ইতোমধ্যে বেচাকেনা জমে উঠেছে। তবে নগরীর হাটগুলোতে এখনও ক্রেতার উপস্থিতি তেমন নজর কাড়েনি ।  বিক্রেতারা জানায় পর্যাপ্ত গরু ও ছাগল আমদানি করা হয়েছে তবে নানা কারনে দাম একটু চড়া। আগামি দু’একদিনের মধ্যে ক্রেতারা বাজারে হুমরি খেয়ে পরবে বলেও ব্যাবসায়িরা দাবীকরেন ।