গৌরনদীতে চাঁদার দাবিতে ইটালী প্রবাসীকে অপহরন ॥ গুরুতর অবস্থায় উদ্ধার

রক্তাক্ত জখম অবস্থায় থানা পুলিশ প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় প্রবাসীর বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে।
এজাহারে জানা গেছে, কসবা গ্রামের বক্কর আলী খানের ইটালী প্রবাসী পুত্র মাসুদ খান (৩২) গত এক সপ্তাহ পূর্বে দেশে আসেন। গত চারদিন পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে একই গ্রামের আনোয়ার হোসেন খানের পুত্র রনি খান। প্রবাসী মাসুদ দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় গতকাল শুক্রবার দুপুর সাড়ে এগারোটার দিকে রনি খানের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী টরকী বন্দর থেকে ফিল্মিষ্টাইলে মটরসাইকেলযোগে প্রবাসী মাসুদ খানকে অপহরন করে। খবর পেয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্বে) এস.আই শাহজালাল খলিফার নেতৃত্বে একদল পুলিশ এলাকাবাসির সহায়তায় কসবা গ্রামের একটি পরিত্যক্ত নির্জন বাড়ি থেকে রক্তাক্ত জখম অবস্থায় প্রবাসী মাসুদ খানকে উদ্ধার করে। গুরুতর আহত প্রবাসী মাসুদ খান জানান, রনি খানের নেতৃত্বে তাকে অপহরনের পর সন্ত্রাসীরা তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। নির্যাতনের এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।   
এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রবাসী মাসুদ খানের বোন মঞ্জুয়ারা বেগম বাদি হয়ে রনি খান, মনি খান, এমদাদ হোসেন, ইমরুল ইসলামের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।