কালকিনিতে সংঘর্ষে ১০ জন আহত ॥ ৬ টি বোমার বিস্ফরণ

গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়। এ সময় ৬টি বোমা বিস্ফোরিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর ক্রোকিরচর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর ক্রোকিরচর গ্রামের আরিফ হাওলাদারের স্ত্রী সুমা বেগমকে একই এলাকার আলী আকবর সরদারের বখটে পুত্র আবুল সরদার বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে নানাধরনের উত্যক্ত করে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ওই বখাটে যুবক ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকে সুমা বেগমকে বাহিরে নেয়ার জন্য টানা-হেচড়া শুরু করে। এসময় গৃহবধূর ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে বখাটে আবুল পালিয়ে যায়। এ ঘটনার দু’দিন পরে এলাকায় গ্রাম্য শালিস বৈঠক বসলে বখাটে আরিফ সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে গৃহবধুর স্বামীকে নানাধরনের ভয়ভীতি প্রদর্শন করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দু’ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় ৬টি বোমার বিস্ফরণ ঘটে এবং দেশীয় অস্ত্রের আঘাতে আরিফ হাওলাদার (২৮), আবুল সরদার (৩৫), আবুল সরদার (৩০), রাসেল হাওলাদার (২২) ও মনোয়ারা বেগম ৬০)সহ ১০জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।