পাওনা টাকা আত্মসাত করতে!

পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের। ওই গ্রামের —পুত্র রাসেদ খান গতকাল শনিবার সন্ধ্যায় গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে অভিযোগ করেন, বিগত ২০০২ সালে তিনি (রাসেদ খান) ও তার বংশীয় চাচাতো ভাই মাসুদ খান ইটালীতে লোক নেয়ার আদম ব্যবসা শুরু করেন। এরইমধ্যে মাসুদ কর্তৃক মোটা অংকের টাকা আত্মসাতের কারনে তিনি ২০০৬ সালে ব্যবসা বন্ধ করে দেন। সে সময় হিসেব-নিকেশের মাধ্যমে মাসুদের কাছে তার (রাসেদের) ১৫ লক্ষ টাকা পাওনা থাকে। পরবর্তীতে পর্যায়ক্রমে টাকা দেয়ার কথা থাকলেও টাকা দিতে মাসুদ নানা তালবাহানা শুরু করে। অভিযোগে আরো জানা গেছে, সম্প্রতি মাসুদ খান ইটালী থেকে দেশে ফিরে আসলে তার কাছে পাওনা টাকা চাওয়ায় সে (মাসুদ) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ রাসেদকে মিথ্যে মামলায় জড়ানোর হুমকি প্রদর্শন করে। এনিয়ে গত শুক্রবার দুপুরে টরকী বন্দরে বসে মাসুদ ও রাসেদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত ও পাওনা টাকা আত্মসাত করতে স্থানীয় একটি কু-চক্রি মহলের ইশারায় মাসুদ খান অপহরনের নাটক সাজিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিত্বে থানা পুলিশ ঘটনার তদন্তে গেলে মাসুদের সাজানো নাটকের মূলরহস্য বেরিয়ে আসে বলেও রাসেদ অভিযোগ করেন। রাসেদ খান তার পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।