বরিশালে বিএনপির ৮৪ নেতা-কর্মীর জামিন লাভ

ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ৮৪ জন নেতা-কর্মী গতকাল রবিবার জামিন লাভ করেছে। বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদেমুল কায়েস এ জামিন মঞ্জুর করেন।

সূত্র মতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গত ১৩ নবেম্বর নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। বিনা অনুমতিতে মিছিল বের করার অপরাধে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৪৬ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়া একটি প্রাইভেট কার ভাংচুরের ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের আরো ৩৮ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের হয়। ওই দুটি মামলায় গতকাল রবিবার বিএনপির ৮৪ জন নেতা-কর্মী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কামরুল আহসান শাহীন ও সাবেক পিপি এডভোকেট মহসিন মন্টু।

 

জামিন লাভ করা আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন-ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পারভেজ আকন বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদল নেতা জি.এম আতায়ে রাব্বী, ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন জিপু, ছাত্রদল নেতা ফিরোজ খান কালু, শাহীন, হারুন হাওলাদার, আরিফুল ইসলাম, খলিলুর রহমান, জামাই হানিফ, আতাউর রহমান, শ্রমিক দল নেতা বশির হোসেন, জাহিদুল ইসলাম সমির, হাফিজ আহমেদ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম শাহীন, জিয়া উদ্দিন শিকদার জিয়া।