কালকিনিতে প্রাথমিক ও এবতেদায়ী পরীক্ষায় ৫৪৬১জন পরীক্ষার্থী

মাদারীপুরের কালকিনি উপজেলার ২১২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৩৫জন ও ৩৯টি ইফতেদায়ী মাদ্রাসার ৯২৬জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে সম্প্রতি ৩৮০জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর ২১৩১জন ছাত্র ও ২৪০৪জন ছাত্রী এবং ইফতেদায়ী মাদ্রাসার ৩৯৭জন ছাত্র ও ৫২৯জন ছাত্রী। উপজেলায় এবার কোনো প্রতিবন্ধি পরীক্ষার্থী নাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘প্রত্যেকটি কেন্দ্রে মোবাইল টিম, পুলিশের টহল, চৌকিদার ও দফাদার নিয়োজিত থাকবে। পরীক্ষা উপলক্ষে শিক্ষা অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সর্বচ্চ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।