কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে – সাইদ আলী

উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। সেই সব সুযোগকে কাজে লাগিয়ে জমিতে বাম্পার ফলন ফলিয়ে দেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে কৃষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। গতকাল সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের উত্তর দেওপাড়ায় আইসিএম কৃষক মাঠ স্কুলের উদ্যোগে মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।
বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দেবাংশু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাবিবুর রহমান, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ শাহ আলম, পটুয়াখালীর উপ-পরিচালক নিখিল চন্দ্র মন্ডল, এসএমএস জি.এম ফারুক ডন, মজিবুল হক মিয়া, পিপিএম লুৎফর রহমান। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, আইসিএম’র উপজেলা কৃষি অফিসের টিম লিডার আ.ম ফকরুল আলম, কৃষক মোঃ ফিরোজ আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় সহস্রাধীক কৃষক ও চাষী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে আইসিএম’র প্রশিক্ষন নেয়া অর্ধশতাধিক কৃষক স্বল্প খরচে জমিতে অধিক ফলনের কৃষি পদ্ধতির প্রদর্শন করেন।