ঠেকবাজির নির্বাচন আর হচ্ছে না প্রধানমন্ত্রীও চান সুষ্ঠ নির্বাচন – এম শাখাওয়াত

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বর্তমানে যে পরিবর্তনের (ভাগাভাগির) কথা বলা হচ্ছে। এটি আরো আগে হওয়া উচিত ছিলো। আমাদের সময়ে প্রস্তুতকৃত বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও স্বচ্ছ ভোটার তালিকা গঠনের বিষয়টি এখন অনেক দেশ অনুকরন করছেন। এটাই আমাদের গর্ব। কথাগুলো বলেছেন  নিবার্চন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম. শাখাওয়াত হোসেন।

গতকাল বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সার্ভার ষ্টেশন পরিদর্শন শেষে উপজেলা সভা কক্ষে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকদের সাথে আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের বিধিমালা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি উল্লেখিত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, এবারের নির্বাচনে প্রার্থীদের জনগনের ভোটে নির্বাচিত হতে হবে। আগামীদিনের নির্বাচন ব্যবস্থা অনেক শক্তিশালী মনে করে চেয়ারম্যান, মেম্বার প্রার্থী সকলকে নির্বাচনে অংশগ্রহন করতে হবে। ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা এসব চিন্তা করলে জেল জরিমানা গুনতে হবে। কেন্দ্র দখল ও ভোট কেন্দ্র দখলের দিন শেষ হয়ে গেছে। এছাড়াও সকলপ্রকার মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষনা করে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ৫ লক্ষ ও ইউপি সদস্য প্রার্থী ১ লক্ষ টাকা করে নির্বাচনে খরচ করতে পারবেন। তাও আলাদা ব্যাংক হিসেবের মাধ্যমে খরচ করতে হবে। আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেশে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন সমাপ্ত করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বে) এস.আই শাহজালাল খলিফা প্রমুখ। এরআগে তিনি উজিরপুর উপজেলার জনপ্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে অনুরুপ মতবিনিময় সভা করেন।