বিএম কলেজের ২ ছাত্রলীগ নেতা ধারালো অস্ত্রসহ আটক

বুধবার রাত ১১টার দিকে কলেজের জিরো পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।


পুলিশ জানায়, বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোঃ সাব্বির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাকিব আহম্মেদের সাথে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল আমিনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আল আমিন কলেজের ডিগ্রি হোস্টেলে থাকে। বুধবার রাতে আটককৃতরা মোবাইল ফোনে আল আমিনকে প্রাননাশের হুমকি দেয়।
আল আমিনও তাদেরকে পাল্টা হুমকি দেয়। এর ঘটনার জেরধরে রাকিব ও সাব্বিরের নেতৃত্বে ৪/৫ জন ছাত্রলীগ নেতা আল আমিনকে আক্রমন করতে কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়।


বিষয়টি হোস্টেলের ছাত্ররা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলেপৌঁছে ধারালো অস্ত্রসহ সাব্বির ও রাকিবকে আটক করে। আটককৃত সাব্বিরের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। সে কলেজের মুসলিম হোস্টেলে থাকে। আর রাকিবের বাড়ি নগরীর আমানতগঞ্জ এলাকায়। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ডিগ্রি হোস্টেলের এক ছাত্রকে আটককৃতরা হুমকি দেয়। ওই ছাত্রের ওপর হামলার প্রাক্কালে পুলিশ তাদেরকে আটক করেছে বলেও তিনি উল্লেখ করেন।