বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ের ওয়েব সাইট চালু

সাইটের নিবেদক সাংবাদিক এস.এম আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এ ওয়েব সাইটটি উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ.এম সামসুদ্দিন চৌধুরী।

বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ের ওয়েব সাইট চালু


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারন সম্পাদক পথিক সাহা প্রমুখ। বিচারপতি সামসুদ্দিন চৌধুরী বলেন, আদালতের ৫টি বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে বিব্রতবোধ করেছিল। যার সুনির্দিষ্ট কারনও তারা সেদিন দেখাননি। এর মাধ্যমে তারা আমাদের আদালতে কলঙ্ক লেপন করেছে। বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী বলেন, যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সে আদর্শকে নিঃশেষ করার জন্যই তাকে (বঙ্গবন্ধুকে) হত্যা করা হয়েছিল। এ চক্রান্তে শুধু কয়েকজন সেনাসদস্যই জড়িত ছিলোনা এর পেছনে ছিল দেশি-বিদেশি একাধিক শক্তি। উপস্থিত বক্তারা এ ওয়েব সাইট চালুকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ওয়েব সাইটের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এই রায় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য সহায়তা পাবে। কারন এই রায় জাতির জন্য অত্যন্ত গুরুতপূর্ণ একটি রায়। এছাড়া এ কাজের ফলে ভবিষ্যতে ইতিহাসকে বিকৃত করার কোনো সুযোগ থাকবে না।